মেজর পরিচয়ে বিয়ে করতে গিয়ে ধরা যুবক

আরো পড়ুন

গাজীপুরে কিশোরীকে বিয়ে করতে যাওয়া সেনাবাহিনীর মেজর পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে টঙ্গী থানা পুলিশ।

সেই সঙ্গে তাকে সহযোগিতা করার অভিযোগে টঙ্গীর মাছিমপুর এলাকার শাহরিয়ার আবির (২৫) ও একই এলাকার সোহাগকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে টঙ্গীর মাছিমপুর এলাকার এ ঘটনা ঘটে।

মেজর পরিচয় দেয়া ওই প্রতারকের নাম রেজা (৪২)। তিনি পাবনা জেলার সুজানগর উপজেলার হাটপাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত জানান, শুক্রবার রাতে মাছিমপুর এলাকায় ভুয়া মেজর পরিচয়ে বিয়ে করতে আসেন রেজা। এ সময় তাকে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে বিয়ে বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্র (মেজর), একটি হ্যান্ডকাপ ও একটি ওয়াকিটকি জব্দ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে রেজা নকল পরিচয়পত্র ও হ্যান্ডকাপ বানাতে আবির ও সোহাগ নামে দুই যুবকের সহযোগিতার কথা স্বীকার করেন। পরে পুলিশ তাদের দুইজনকেও গ্রেফতার করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ