মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

আরো পড়ুন

রাজধানীর হাতিরঝিল মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসহাক নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পথচারী আব্দুল জব্বার বলেন, হাতিরঝিল মোড় এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা ইসহাককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি করে জানান, মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি রামপুরা থেকে হাতিরঝিল মোড় দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে পথচারী আব্দুল জব্বার তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

তার কাছে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে নাম জানা যায়। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ