নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আরো পড়ুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে পাগলের বেশে থাকা হত্যা মামলার পলাতক আসামি মো. হিরণ (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

মো. হিরণ উপজেলার মোটবী গ্রামের আবদুল গোফরানের ছেলে। এর আগে, গতকাল উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দীঘির জান ব্রিজের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘দীর্ঘদিন পাগলের বেশে আত্মগোপনে ছিলেন হিরণ। একটি হত্যা মামলাসহ তিন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ