চাকরি দেওয়ার নামে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আরো পড়ুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মেহের আলী বাদী হয়ে আদালতে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করছে পিবিআই।

রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সাতকুড়ি গ্রামের হান্নান আলীর ছেলে ভুক্তভোগী মেহের আলী (২৯) বলেন, ‘হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোরকিপার পদে চাকরি দেওয়ার নামে ২০১৮ সালে হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ও বোয়ালদাড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং ওই ইউনিয়নের খাট্রাউচনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেনের হাতে ৮ লাখ টাকা তুলে দেই। কথা হয় ৬ মাসের মধ্যে হাকিমপুর হাসপাতালে স্টোরকিপারে পদে চাকরি নিয়ে দিবে। ৬ মাস অতিবাহিত হলেও চাকরি দিতে পারেনি তারা। টাকা ফেরত চাইলে তালবাহানা করে। পরে এক বছরের সময় চেয়ে নেয় সিরাজুল ইসলাম। পরে টাকা ফেরত দেয় না। বরং বিভিন্নভাবে আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।’

গত ১৮ নভেম্বরে বাদী হয়ে দিনাজপুর আদালতে তাদের বিরুদ্ধ মামলা করেছেন বলে জানান মেহের আলী।

অভিযুক্ত সিরাজুল ইসলাম ও বেলাল হোসেন টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘আমরা কোনো টাকা তার কাছ থেকে নেইনি। এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।’

এ বিষয়ে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কুমার দাশ বলেন, ‘কেউ যদি লিখিত অভিযোগ আমার কাছে করেন। তাহলে আমি আমার হাসপাতাল কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ