রান্নাঘরের মাটি খুঁড়তেই বের হলো ড্রাম ভর্তি গাঁজা

আরো পড়ুন

কক্সবাজারে ৭ কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার ৯০০ টাকাসহ শানু গাজী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। এসব গাঁজা রান্নাঘরের মধ্যে গর্ত খুঁড়ে মাটির মধ্যে লুকানো ছিলো।

শুক্রবার (২০ জানুয়ারী) রাত ৯টার দিকে আলীপুরের থ্রি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী আলীপুর গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই বায়োজিদের নেতৃত্বে আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় মাদক ব্যবসায়ীর রান্নাঘরের মাটি খুঁড়ে ড্রাম ভর্তি অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় আলমারিতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯০০ টাকা পাওয়া গেছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত শানু গাজী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ