মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেলো শিশুসহ ৯ জনের

আরো পড়ুন

ভারতের মুম্বাই-গোয়া মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে শিশু-নারীসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনায় একমাত্র ৪ বছর বয়সী একটি শিশু জীবিত রয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) স্থানীয় সময় ভোর ৫টা নাগাদ রত্নাগিরি জেলার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ জানিয়েছে, ট্রাকটি মুম্বাই যাচ্ছিল, আর মাইক্রোবাসটি রত্নাগিরি জেলার পথে ছিল। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একটি শিশু ও তিনজন নারীও রয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা এক আত্মীয়ের মৃত্যুতে স্বজনদের সান্তনা দিয়ে ফিরছিলেন।

দুর্ঘটনার পর মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ ক্ষতিয়ে দেখতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ