অধ্যক্ষ-উপাধ্যক্ষদের অনলাইন বদলির আবেদন শুরু রবিবার

আরো পড়ুন

বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে বদলিতে অনলাইন আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বুধবার (১১ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলির আবেদন করতে হবে। একই সঙ্গে অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে করা আবেদন বিবেচনা করা হবে না।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি/পদায়নে আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে (www.shed.gov.bd/ www.dshe.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে আবেদন করা পরামর্শ প্রদান করা হয়েছে। অনলাইনে আগামী ১৫ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ