রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ওয়ারেছ (৪৫) নামে সর্বহারা দলের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সিও লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান।
তিনি জানান, ওয়ারেছ সর্বহারা দলের শীর্ষ নেতা। তিনি দীর্ঘ ২৩ বছর ধরে পলাতক ছিলেন। পাবনা জেলার চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় পলাতক ছিলেন তিনি।
এছাড়া এব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।

