১১০ টাকায় সয়াবিন তেল, ৬০ টাকায় চিনি বিক্রি শুরু

আরো পড়ুন

আজ থেকে সারাদেশে এক কোটি ফ্যামেলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে টিসিবি।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে নতুন বছরে এই প্রথম পণ্য বিক্রি করবে তারা। টিসিবি প্রতি মাসে একবার পণ্য বিক্রি করে থাকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিবার কার্ডধারী ১ জন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৬০ টাকা ও মসুর ডাল ৭০ টাকায় বিক্রি করবে টিসিবি।

টিসিবি বলছে, নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য বিক্রি ১০ জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলবে। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিবেশকেরা এই কার্যক্রম পরিচালনা করবেন।

এসময়ে নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন পরিবার কার্ডধারীরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ