৬ শতাধিক সেনা হত্যার দাবি রাশিয়ার, নাকচ করলো ইউক্রেন

আরো পড়ুন

দোনবাস অঞ্চলে ছাউনিতে হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া, তবে এ দাবি নাকচ করে কিয়েভ বলেছে, হামলায় কেউ প্রাণ হারাননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, দোনেৎস্কের পূর্বাঞ্চলীয় ক্রেমাতোরস্ক এলাকায় ১ হাজার ৩০০ সেনা থাকা অস্থায়ী দুটি ঘাঁটিতে স্থানীয় সময় রবিবার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন রুশ সেনারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ জানান, গত সপ্তাহে মাকিইভকায় ইউক্রেনের হামলায় কমপক্ষে ৮৯ রুশ সেনা নিহতের জবাবে ক্রেমাতোরস্কে বদলা নেয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভ্যাতি বলেন, রাশিয়ার হামলায় শুধু বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী আক্রান্ত হয়নি।

রাশিয়া যে দুটি কলেজ ছাত্রাবাসে (যেগুলোকে অস্থায়ী সেনাছাউনি বানানো হয়েছে) হামলার দাবি করেছে, সেখানে গিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের একাধিক প্রতিবেদক।

তাদের ভাষ্য, দৃশ্যত কোনো ভবনই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার শিকার কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। সেখানে সেনাদের অবস্থান, তাদের মরদেহ পড়ে থাকা বা রক্তের আলামত দেখা যায়নি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ