স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষ বিএনপি ও জামায়াতের বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস, গ্রেনেড হামলা ও রাজাকার-আলবদরদের চায় না। তারা স্বাধীনতার স্বপক্ষের লোক শেখ হাসিনাকে চায়। যাকে দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে, মানুষ শান্তিতে থাকতে পারছে তাকে চায়। মানুষ শান্তি ও উন্নয়ন চায়।
শনিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশের উন্নয়নকে ব্যহত করতে চাইছে। সে জন্য তারা পেছন দরজা দিয়ে অসৎ উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। ছাত্রলীগের নেতাকর্মীদের সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
ক্ষমতাসীন দলের এই মন্ত্রী বলেন, দেশের মানুষকে আর ধোঁকা দিয়ে বলা যাবে না নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, মসজিদ মন্দির হয়ে যাবে। এসব কথা দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না।
জাহেদ মালিক বলেন, দেশের করোনা অবস্থা ভালো, বৃদ্ধি পায়নি। কিন্তু আশপাশের দেশগুলোতে আবার করোনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চায়নায় আবার নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে এবং এটা দ্রুত ছড়াছে। তবে আমরা সতর্ক রয়েছি। দেশের কোনো জায়গায় এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে এমন খবর আমরা পাইনি। কিন্তু সকলকে মাস্ক ব্যবহার করতে হবে।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়মী লীগের সাভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

