ইসলাম অবমাননার অভিযোগে বাউলশিল্পী ছোট আবুল সরকার গ্রেফতার

আরো পড়ুন

। ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তির অভিযোগে জনপ্রিয় বাউল শিল্পী আবুল সরকারকে, যিনি ‘ছোট আবুল’ নামে পরিচিত, গ্রেফতার করেছে পুলিশ। তার করা আপত্তিকর মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেন। আটককৃত আবুল সরকার মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, চলতি বছর ৪ অক্টোবর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার একটি বাউল গানের অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন।
* আপত্তি: ইসলাম ও মহান আল্লাহকে নিয়ে কটূক্তি।
* প্রচার: সেই কটূক্তি করা গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
* ফলাফল: এই ভিডিওর কারণে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
ইসলাম অবমাননার অভিযোগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাদারীপুর জেলা থেকে তাকে আটক করে নিয়ে আসে জেলা গোয়েন্দা পুলিশ।
জনগণের ক্ষোভ ও শাস্তি দাবি
আটকের পর ধর্মপ্রাণ মুসলমানরা মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে তারা বাউলশিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ মোশাররফ হোসেন বলেন:
> “সম্প্রতি আবুল সরকারের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে মাদারীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়।”
>

আরো পড়ুন

সর্বশেষ