মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মেয়ে হাবেজা বেগমের (৩০) পিটুনিতে বাবা ময়েন শেখ (৭০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃত হাবেজাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে নিহতের প্রথম পক্ষের ছেলে সাঈদুল ইসলাম মঙ্গলবার সকালে শিবালয় থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সূর্য্য খাতুনের মৃত্যুর পর বাদী ও তার বোন ভানু দাদার কাছে বড় হন। ময়েন শেখ দ্বিতীয় স্ত্রী আল্লাদি বেগমকে বিয়ে করে আলোকদিয়াচরে বসবাস শুরু করেন। নদীভাঙনের কারণে পরিবারটি চর রঘুনাথপুরে চলে আসে। দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ময়েন শেখ কোনো আয় না থাকায় মাঝে মাঝে ছেলেমেয়েদের বাড়িতে আশ্রয় নিতেন।
মেয়ে হাবেজা বেগম বিবাহিত হলেও বাবার সাথেই বসবাস করতেন এবং সুজানগর উপজেলার ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতেন। তিন বছর আগে ১২ শতাংশ জমি লিখে নেওয়ার পরও বাবাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন তিনি।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে জমি ও জাতীয় পরিচয়পত্র চাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে হাবেজা বেগম কাঠের চলা দিয়ে বাবার মাথা লক্ষ্য করে আঘাত করেন। আঘাতটি বাম কাঁধে লাগলে ময়েন শেখ মাটিতে পড়ে যান এবং কিছু সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের ছেলে বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হাবেজাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

