মেট্রোরেলে কোনো ভাড়া লাগবে না বীর মুক্তিযোদ্ধাদের

আরো পড়ুন

মেট্রোরেলের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। সেই মাহেন্দ্রক্ষণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মেট্রোরেলে যাতায়াত করতে বীর মুক্তিযোদ্ধাদের কোনো ভাড়া লাগবে না।

প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে থাকছে বিশেষ ব্যবস্থা। শিশুদের জন্যও নানা সুযোগ-সুবিধা থাকছে এই আধুনিক পরিবাহন সেবায়।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে দিয়াবাড়িতে ফলক উন্মোচনের মধ্য দিয়ে দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, ঢাকাবাসীকে আরেকটি পালক সংযোজিত করতে পারলাম।

জানা গেছে, মেট্রোতে নারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য প্রতিটি ট্রেনে থাকছে আলাদা কোচ। একইসঙ্গে অন্য কোচেও যাতায়াত করতে পারবেন নারীরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ