প্রধানমন্ত্রী মেট্রোরেলের প্রথম যাত্রী, টিকিট কাটবেন উত্তরা স্টেশনে

আরো পড়ুন

আগামীকাল বুধবার (২৮ ডিসেম্বর) উদ্বোধন হতে যাওয়া মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উত্তরা স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে চড়ে আগারগাঁও স্টেশনে নামবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল লাইন-৬ এর ‘উত্তরা থেকে আগারগাঁও’ অংশের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, উদ্বোধনী প্রোগ্রাম হবে বুধবার বেলা ১১টায় উত্তরা ১৫ সেক্টরের সি/এ এর মাঠে। পদ্মা সেতু উদ্বোধনের আদলে হওয়া প্রোগ্রামে আয়োজন হবে একটি সুধী সমাবেশের।

ওবায়দুল কাদের আরো জানান, সকাল ১১টা ২৫ মিনিটে সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বক্তব্য দেবেন জাপানের রাষ্ট্রদূত। তবে নিরাপত্তার স্বার্থে উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আতশবাজির আয়োজন থাকবে না বলেও জানান মন্ত্রী।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সবুজ পতাকা উড়িয়ে ও ফিতা কেটে মেট্রোরেলের উদ্বোধন করবেন। এরপর তিনি উত্তরা উত্তর স্টেশন থেকে উঠে আগারগাঁও স্টেশনে এসে নামবেন।

তিনি আরো জানান, লাইন-৬ এর ২১ দশমিক ২৬ কিলোমিটারের জন্য ব্যয় হয়েছে প্রায় ৩১ হাজার ৪৭২ কোটি টাকা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ