প্রাথমিকের বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ

আরো পড়ুন

আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা নেয়া হবে। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান এ চার বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। বৃত্তি পরীক্ষার সময়সূচি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে অধিদফতর।

সোমবার অধিদফতর থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অধিদফতরের সংস্থাপন শাখার উপপরিচালক ইমামুল ইসলাম স্বাক্ষরিত সময়সূচিতে আর বলা হয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা পরীক্ষা দিতে অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নিতে প্রবেশপত্র প্রস্তুত ও সংশ্লিষ্টদের জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বলেছে অধিদফতর।

জানা গেছে, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ চারটি বিষয়ে ২৫ করে মোট ১০০ নম্বরে দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষা নেয়া হবে। প্রতিটি বিষয় থেকে ১৫টি এমসিকিউ ও একটি রচনামূলক প্রশ্ন থাকবে। রচনামূলক প্রশ্নে একাধিক অংশ থাকতে পারে উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে এ পরীক্ষার প্রশ্ন প্রণয়ন করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

জানা গেছে, প্রাথমিকের বৃত্তি দেয়ার জন্য মেধা যাচাইয়ের জন্য বিদ্যালয়ে অনুষ্ঠিত পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাভিত্তিক ২০ শতাংশ শিক্ষার্থীকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোনয়ন দেবেন। ২০ শতাংশ শিক্ষার্থী যাচাইয়ের ক্ষেত্রে সম নম্বরধারীদের মধ্যে বিষয়ভিত্তি নম্বরের ক্রমানুসারে মনোনয়ন দিতে হবে। এ ক্ষেত্রে যথাক্রমে বাংলা, গণিত, ইংরেজি, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করতে হবে। একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে ছয়টি বিষয়ে প্রাপ্ত নম্বর একইহলে সে ক্ষেত্রে শ্রেণি রোল নম্বর প্রাধান্য পাবে। ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে শিক্ষার্থী সংখ্যা ভগ্নাংশ হলে গাণিতিক নিয়মে ০ দশমিক ৫ এবং তদুর্দ্ধ ভগ্নাংশকে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তর করে শিক্ষার্থী সংখ্যা গণনা করতে হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ