৪০ বছরের জেল হতে পারে ডোনাল্ড ট্রাম্পের

আরো পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পক্ষে মত দিয়েছে ঘটনার তদন্তে গঠিত কংগ্রেস কমিটি। রিপাবলিকান দলের এই নেতার বিরুদ্ধে নজিরবিহীন ওই হামলার জন্য দাঙ্গাকারীদের উসকানি দেয়ার অভিযোগ এনেছে তারা।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রামকে হারিয়ে জয়ী হন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে পরাজয় মানতে অস্বীকৃতি জানান তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। সত্যায়ন প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তাঁর উগ্র সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল) সহিংস হামলা চালায়। এতে পুলিশসহ কয়েকজন নিহত হন। এ ঘটনা তদন্তে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এই কমিটি গঠন করে।

সোমবার কমিটির সর্বশেষ বৈঠকে ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টে চারটি ফৌজদারি অপরাধের অভিযোগ আনার প্রস্তাবে সদস্যরা সবাই ভোট দিয়েছেন। এসব অভিযোগের মধ্যে রাষ্ট্রীয় কার্যক্রমে ব্যাঘাত ঘটানো এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

যদি ট্রাম্পের বিরুদ্ধে এসব অভিযোগে বিচার করা হয় এবং তা প্রমাণিত হয় তাহলে তার ৪০ বছরের জেল হতে পারে। এতে করে সামনের বছর আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না তিনি।

ডেমোক্রেটিক নেতৃত্বাধীন এ তদন্ত প্যানেলে দুজন রিপাবলিকান সদস্যও রয়েছেন। কাল বুধবার কমিটির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।

এ তদন্ত কমিটি দলীয় দৃষ্টিভঙ্গিতে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ ট্রাম্প ও তার সমর্থকদের। ডোনাল্ড ট্রাম্প এই কমিটিকে ‘ক্যাঙারু কোর্ট’ আখ্যায়িত করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ