সড়কে ঝরলো যুবলীগ নেতার প্রাণ

আরো পড়ুন

দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ বাবু প্রিন্স নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

রবিবার দিবাগত রাত ৮টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুর রশিদ বাবু ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাদৎ হোসেনের ছেলে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রভাষক মামুনুর রশিদ বাবু বাড়ী থেকে মোটরসাইকেল যোগে ফুলবাড়ী শহরে আসার পথে ওই মহাসড়কের রাঙ্গামাটি মোড়ে পার্শরাস্তা থেকে মেইন সড়কে উঠার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস (নৈশকোচ) পিছন দিক থেকে ধাক্কা দিলে মামুনুর রশিদ বাবু ওই বাসের চাকায় পিষ্ট হয়। আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসীরা তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় স্থানীয়রা যাত্রীবাহী বাসটি ভাংচুর করে সড়ক বেড়িগেট দেয়। খবর পেয়ে থানা পুলিশ এসে বাসটি আটক করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি সুরতহাল করে পরিবারের নিকট হস্তান্তরের করা হয়েছে। বাসটি আটক করে থানায় নিয়ে আনা হয়েছে তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ