ইরাকে বোমা বিস্ফোরণ, ৮ পুলিশ কর্মকর্তা নিহত

আরো পড়ুন

ইরাকের কিরকুকের কাছে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর গাড়িবহরে বোমার আঘাতে অন্তত ৮ জন সদস্য নিহত হয়েছেন।

রবিবার কিরকুকের ৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের গ্রাম সাফরাতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে নিরাপত্তা সংক্রান্ত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।

এ ঘটনায় আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছে, তাদের অবস্থা গুরুতর।

পুঁতে রাখা বোমার সংস্পর্শে এসে না পুলিশের গাড়িবহরে কেউ পরিকল্পিত হামলা চালিয়েছে রয়টার্সের প্রতিবেদনে তা স্পষ্ট করা হয়নি।

কেউ হামলার দায়দায়িত্ব স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ওই অঞ্চলে সক্রিয় পদচারণা আছে।

একসময় ইরাকের বিশাল অংশজুড়ে আইএসের রাজত্ব ছিল, ইরাক ২০১৭ সালের ডিসেম্বরে জঙ্গিগোষ্ঠীটির বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জয়ী ঘোষণা করে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ