খুলনায় স্বামীর চোখ বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ, ৪ জন গ্রেফতার

আরো পড়ুন

খুলনায় স্বামীর চোখ বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার ক‌রেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রা‌তে নগরীর বি‌ভিন্ন থানা এলাকায় অ‌ভিযান চালি‌য়ে তা‌দের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হল; বেলাল মোড়ল, আ‌জিজুর রহমান মিঠু, জিহাদ মু‌ন্সি ও রা‌সেল। এ‌দের ম‌ধ্যে আ‌জিজুর ও বেলাল ই‌জিবাইক চালক, জিহাদ মু‌ন্সি বেকারী শ্রমিক ও রা‌সেল স্থানীয় এক‌টি ক‌লে‌জের অনার্স চতুর্থ ব‌র্ষের ছাত্র ব‌লে র‌্যাব জানায়।

এ ব‌্যাপা‌রে বিস্তা‌রিত জানা‌তে কিছুক্ষণের ম‌ধ্যে প্রেস ব্রিফিং কর‌বে র‌্যাব ৬। এর আ‌গে রা‌তে অ‌ভিযুক্ত‌দের না‌মে ভিক‌টিম থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ