খুলনায় স্বামীর চোখ বেঁধে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাতে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার চারজন হল; বেলাল মোড়ল, আজিজুর রহমান মিঠু, জিহাদ মুন্সি ও রাসেল। এদের মধ্যে আজিজুর ও বেলাল ইজিবাইক চালক, জিহাদ মুন্সি বেকারী শ্রমিক ও রাসেল স্থানীয় একটি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র বলে র্যাব জানায়।
এ ব্যাপারে বিস্তারিত জানাতে কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিং করবে র্যাব ৬। এর আগে রাতে অভিযুক্তদের নামে ভিকটিম থানায় মামলা দায়ের করেন।

