করোনাভাইরাসে একদিনে সংক্রমণে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

আরো পড়ুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক হাজার ২৯৮ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৩৬ হাজার ৭৮ জন। আগের দিন মারা গেছেন এক হাজার ৪২৯ জন ও সংক্রমিত হন ৬ লাখ ১৪ হাজার ১১৪ জন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার ৫৬৯ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখ ৬৪ হাজার ১৬৫ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬৩ কোটি ১ লাখ ৪৩ হাজার ১০৭ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে জাপানে। আক্রান্তের দিক থেকে তালিকার ৭ নম্বর থাকা দেশটিতে এ সময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬০৭ জন ও মারা গেছেন ২৪৪ জন। আর করোনার শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন ৫২ হাজার ২৮৭ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৮ লাখ ৬০ হাজার ৪৬০ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে জাপানের পরই দক্ষিণ কোরিয়ার অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৮৪ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৯ লাখ ২৫ হাজার ৫৭২ জন, মারা গেছেন ৩১ হাজার ১৭৪ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১১ হাজার ৬৬৪ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭৮। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ১৫ লাখ ৮৯ হাজার ৩৭৪ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৮৭ লাখ ৬৯৭ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৭ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৮৬৬ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ