ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইশরাক হোসেনের বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ইশরাককে না পেয়ে বাড়ির কেয়ারটেকার মহসিনকে আটক করা হয় বলে জানা গেছে।
সোমবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গোপীবাগের বাসায় এই অভিযান চালায় পুলিশ।
ডিবির এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ওই বাসায় ইশরাক অবস্থান করছেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে ইসরাক ডিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
এদিকে অভিযানের সময় বাড়ির গেট বন্ধ থাকায় ফটকের সামনে জানালার কাচ ভাঙচুর করা হয় বলে জানান সেখানে থাকা প্রত্যক্ষদর্শীরা।
গত ৫ ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ইশরাকের বিরুদ্ধে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলা রয়েছে।সে মামলায় গত ৬ এপ্রিল শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গ্রেফতারের পরই তাকে আদালতে হাজির করা হয়। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে ইশরাক জামিন পান।
অভিযোগ শুনানিতে উপস্থিত না হওয়ায় আদালত তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

