টাঙ্গাইল জেলার ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। এসময় আহত হয়েছেন আরো একজন।
সোমবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে ১৮ বছর বয়সী সাকিব হাসান ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে একই বয়সের সুমন মিয়া।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় ঘাটাইল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তিনবন্ধু সাকিব, সুমন ও সিয়াম মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। ফেরার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে গরু বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এসময় দুই বন্ধু ঘটনাস্থলে মারা যায়। অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

