এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিন: বিএনপিকে বললেন হানিফ

আরো পড়ুন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দলের প্রধান খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবি নিয়ে বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, অনেক আন্দোলন করেছেন। এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিন।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

বিএনপিকে সতর্ক করে হানিফ বলেন, আমি বিএনপিকে বলেছিলাম জোশে বেহুশ হইয়েন না। পরে পুলিশের হাত-পা ধরা লাগবে। অনেক হয়েছে আপনাদের আন্দোলন। এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন। এ সরকার এরশাদের সরকার নয়, এ সরকার খালেদা জিয়ার সরকার নয়। এ সরকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার। এ সরকারকে ধাক্কা দিয়ে ফেলানো যায় না।

ধুপখোলা মাঠের সমাবেশে বিএনপির সাত সংসদ সদস্যের পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শুনলাম বিএনপির ৭ এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আপনাদের পদত্যাগের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু পদত্যাগ করতে চাইলে তা স্পিকারের কাছে জমা দিতে হয়। মাঠে নয়।

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে রেডিও কলোনি মাঠে স্থানীয় আওয়ামী লীগ এই সভার আয়োজন করে। দুপুর দেড়টা থেকে দলে দলে মিছিল নিয়ে সাভার উপজেলা, ধামরাই উপজেলা, আশুলিয়া থানা এবং সাভার পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে আসতে শুরু করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ