আগামী ১৩ ও ২৪ ডিসেম্বর সারাদেশে গণমিছিল কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরমধ্যে আজকের সমাবেশকে কেন্দ্র দেশব্যাপী গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ১৩ ডিসেম্বর, আর সরকারের পদত্যাগ ও সংসদ বাতিলসহ ঘোষিত ১০ দফা দাবিতে ২৪ ডিসেম্বর সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

