দেশের হয়ে আর খেলবো কিনা, জানি না: নেইমার

আরো পড়ুন

ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর নেইমারের হাউমাউ কান্না ছুঁয়ে গেছে সবাইকে। দলের সিনিয়র সদস্য এবং সবচেয়ে বড় তারকা হিসেবে কাতারে এসেছিলেন হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ায় অভিমানে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন তিনি।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে গত রাতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় ব্রাজিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র করলেও টাইব্রেকারে হেরে যান নেইমাররা। ম্যাচের পর বাষ্পরুদ্ধ কণ্ঠে সেলেসাওদের প্রাণভোমরা নেইমার বলেন, দেশের হয়ে আর খেলবো কিনা, জানি না। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা বলেন, আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না। আবার শতভাগ গ্যারান্টিও দিতে পারছি না যে আমি ফিরবো। আমার ও জাতীয় দলের জন্য কোনটা সঠিক কী হবে, তা নিয়ে আরো কিছুটা ভাবতে হবে।

শুক্রবার রাতের ক্রোয়েশিয়ার বিপক্ষে অবশ্য দুর্দান্ত খেলেছেন নেইমার। অতিরিক্ত সময়ে গোল করে দলকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত দল ম্যাচ না জিতলেও অনন্য এক মাইলফলক স্পর্শ করেন তিনি। জাতীয় দলের হয়ে পেলের করা ৭৭ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ