যুক্তরাষ্ট্রের পথে ২৪ রোহিঙ্গা

আরো পড়ুন

প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ২৪ জন রো‌হিঙ্গা শরণার্থী। তারা সেখানে পুনর্বাসিত হবেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এসব রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরোর সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েস। তার সফরের পরই যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি চূড়ান্ত হয়।

এর আগে গত ৬ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, প্রতি বছর ৩০০-৮০০ রোহিঙ্গা শরণার্থীকে নেবে যুক্তরাষ্ট্র। তবে এ সংখ্যা খুবই সামান্য। আমরা পুনর্বাসনের পরিবর্তে প্রত্যাবাসনকেই জোর দিতে চাই।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ