ব্রাজিল শিবিরে ফের দুঃসংবাদ

আরো পড়ুন

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে হারায় ব্রাজিল। এরপর দানিলোর চোটের সংবাদ সামনে আসে। এ দুজন যখন সেরে ওঠার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তখন আবারো দুঃসংবাদ পেলো ব্রাজিল। ইনজুরিতে পড়েছেন ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো।

ব্রাজিল ফুটবলের টুইটার পেজে দেয়া এক পোস্টে জানানো হয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে কোমরে চোট পান সান্দ্রো। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর আজ বুধবার জানানো হলো, ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচে খেলতে পারবেন না জুভেন্টাসের এই লেফটব্যাক।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে অস্বস্তি বোধ করায় অ্যালেক্স সান্দ্রোকে ৮৬ মিনিটে মাঠ থেকে তুলে নেয়া হয়। গতকাল মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর কোমরের বাঁ পাশে মাংসপেশিতে চোট ধরা পড়ে। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটা তিনি খেলতে পারবেন না।

২০১১ সালের নভেম্বরে ব্রাজিল দলে প্রথম ডাক পান সান্দ্রো। দেশের হয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ