কারাবন্দি জঙ্গিদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আরো পড়ুন

কারাগারের মধ্যে যেসব জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী বন্দি আছেন তারা যেন কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাতে না পারেন সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী কারাবন্দিদের বিরুদ্ধে সতর্ক থাকতে থাকার পাশাপাশি তাদের কারাগার থেকে আদালত, হাসপাতালে পাঠানো ও অন্য কারাগারে স্থানান্তরের সময় অধিকতর সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া কারাগারের ভেতরে কোনোভাবেই যেন নিষিদ্ধদ্রব্য প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকার আহবান জানান তিনি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে ৬০তম ব্যাচ কারারক্ষীদের শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকায় আদালতপাড়া থেকে জঙ্গি ছিনতাইয়ের বিষয় নিয়েও কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, জঙ্গি যারা পালিয়েছে তারা দীর্ঘদিন পরিকল্পনা করে করেছে। যেখানে আমাদের দুর্বলতা ছিল সেই দুর্বলতার ফাঁকফোকর দিয়ে এরা বেরিয়ে গেছে। এই দুর্বলতা কে তৈরি করে দিল, কারা এজন্য দায়ী, কাদের গাফিলতি আছে তা তদন্তের জন্য দুটি কমিটি গঠন করা হয়েছে। তারা আমাদের কাছে এখনো রিপোর্ট দেয়নি। রিপোর্ট পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারাবন্দিদের সংশোধনের বিষয় অন্তর্ভূক্ত করে কারা আইনকে যুগোপযোগী করার লক্ষে বাংলাদেশ প্রিজন্স কারেকশনাল সার্ভিস অ্যাক্ট প্রণয়নের কাজ চলমান রয়েছে। কারাবন্দিদের সুবিধায় ৮ টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কারাগারের নিরাপত্তা আধুনিকায়নে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের ৩২টি কারাগারে নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশের কারাগারে নিরাপত্তা সামগ্রী সরবরাহ করা হবে।

কারারক্ষীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান খান বলেন, আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। কারাগারের ভেতরে শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিরা যেন কোনো ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবেন। এছাড়া শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিদের কারাগার থেকে আদালতে প্রেরণ, চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো ও অন্য কারাগারে স্থানান্তরের সময় অধিকতর সতর্কতা অবলম্বন করবেন। শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম, দুর্নীতিকে প্রতিহত করবেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড ময়দানে পৌঁছলে কারা মহপরিদর্শক তাকে স্বাগত জানান। তিনি নবীন কারারক্ষীদের সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন।

এছাড়া খোলা জিপে চড়ে প্যারেডস্থল পরিদর্শন করেন এবং মার্চপাস্ট উপভোগ করেন।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী হোসেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন কারারক্ষীদের মধ্যে বেস্ট ফায়ারার হিসেবে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেন মেহেরপুর জেলা কারাগারের নবীন কারারক্ষী মো. ইমানুর রহমান শিপন, ড্রিলে প্রথম স্থান অধিকার করা নরসিংদী কারাগারের কারারক্ষী রনি দেওয়ান, পিটিতে প্রথম স্থান অধিকার করা খাগড়াছড়ি জেলা কারাগারের কারারক্ষী রবিউল ইসলাম, সব বিষয়ে চৌকস কারারক্ষী নির্বাচিত হওয়া মানিকগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী মিন্টু ঘোষ।

ছয় মাস মেয়াদি ৬০তম ব্যাচ কারারক্ষীদের এ প্রশিক্ষণ কোর্সে ৩০১ জন অংশ নেন। অনুষ্ঠানে কারা কর্মকর্তা, কর্মচারী ও কারারক্ষীরা অংশ নেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ