অনেক দিন যাবৎ স্বশরীরে সচিবালয়ে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তার মন চাচ্ছে সচিবালয়ে আসার। তাই সিদ্ধান্ত নিয়েছেন আগামী ২৭ নভেম্বর রবিবার সচিবালয়ে আসবেন তিনি। দীর্ঘদিন সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না। তাই স্বশরীরে তার সচিবালয়ে আসা এবং সচিবদের সঙ্গে ওইদিন বৈঠক করতেই তার এই আগমন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশরীরে সচিবালয়ে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। কিন্তু একটা উপলক্ষ তো দরকার। সেই উপলক্ষ হচ্ছে সচিবদের সঙ্গে বৈঠক। বৈঠকটি তো রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষেও হতে পারে। কিন্তু তাহলে তো প্রধানমন্ত্রীর সচিবালয়ে আসা হচ্ছে না। তাই স্বশরীরে সচিবালয়ে আসা এবং সচিবদের সঙ্গে বৈঠক একসঙ্গে করতেই ২৭ নভেম্বর সচিবালয়ে আসছেন তিনি।
জানা গেছে, এক বছরেরও বেশি সময় পরে সচিবদের সঙ্গে সভা করতে করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে গত বছরের ১৮ আগস্ট রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এই সভা হয়েছিল। ওই সভায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৭ নভেম্বর রবিবার সচিবালয়ে আসছেন। তবে এই কর্মসূচির সার্বিক আয়োজন করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সূত্র জানায়, ২৭ নভেম্বর করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী সচিবদের দিকনির্দেশনা দেবেন। আন্তর্জাতিক বিশ্লেষণে যে খাদ্য সংকটের পূর্বাভাস দেয়া হচ্ছে, এরইমধ্যে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। খাদ্য উৎপাদন বাড়াতে প্রধানমন্ত্রী সচিবদের বিশেষভাবে নির্দেশনা দিতে পারেন। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবার জন্য স্বাচ্ছন্দ্যময় রাখতে করণীয় সম্পর্কেও প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
এ ছাড়া সরকারি কাজে আর্থিক বিধিবিধান অনুসরণ করা, নতুন করে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, সরকারি সেবা দিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিষয়ক পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা, কৃষির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সারের জোগান নিশ্চিত করা, পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে করণীয় ঠিক করা এবং সুশাসন ও শুদ্ধাচার নিয়ে সভায় আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক বলেন, অনেক দিন পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশরীরে সচিবালয়ে আসছেন। একই সঙ্গে সচিবদের সঙ্গেও সভা করবেন। সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় নির্মিত প্রধানমন্ত্রীর নতুন দফতরে এই সভাটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সাড়ে ১০টায় সচিবালয়ে আসবেন। বেলা ১২টায় সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন।’ মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এমনটাই জানা গেছে বলে জানিয়েছেন তিনি।

