বর্ণাঢ্য আয়োজনে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল ১০টায় প্রশাসন ভবন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন, সভাপতি, হল প্রভোস্ট, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলন শেষে ভিসি ড. আবদুস সালামের নেতৃত্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে মিলিত হয়।
মঞ্চে ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. আনোয়ার হোসেনর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারসহ অন্যান্যরা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সার্বিক উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতাসহ অন্যান্য উপস্থাপনা উপস্থাপন করা হয়।

