রাতে বাড়বে তাপমাত্রা

আরো পড়ুন

সারাদেশে আজ দিনের তাপমাত্রা কমতে পারে। অন্যদিকে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্নএলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আকাশে মেঘমালার সৃষ্টি হবে। এর ফলে বাংলার আকাশে মেঘ থাকতে পারে। সাধারণত আকাশে মেঘ থাকলে তাপমাত্রা সামান্য বাড়ে। সাগরের লঘুচাপটি নিম্নচাপে রূপ নেবে। তবে নিম্নচাপের প্রভাব বাংলাদেশে সেভাবে পড়বে না বলে জানান তিনি।

বজলুর রশিদ জানান, আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

তিনি আরো জানান, আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানান এই আবহাওয়াবিদ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ