আরো দুই বছর পররাষ্ট্র সচিব থাকছেন মাসুদ বিন মোমেন

আরো পড়ুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মাসুদ বিন মোমেনকে চুক্তিতে আরো দুই বছর রাখছে সরকার।

বুধবার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রাশন মন্ত্রণালয়

তার অবসর উত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয় ।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পদোন্নতি পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

এর আগে, তিনি ২০১৫ সাল থেকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। মাসুদ বাংলাদেশ সিভিল সার্ভিসে (পররাষ্ট্র ক্যাডারে) ১৯৮৮ সালে সহকারী সচিব হিসেবে যোগ দেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ