যশোরের চৌগাছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার যশোর সড়ক সংলগ্ন কয়ারপাড়া আহ্মদ আলী মোড়ের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জাতীয় পতাকা উত্তোলনের ও প্যারোট প্রদর্শনীর মধ্যদিয়ে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ড. এম মোস্তানিছুর রহমান।
এসময় তিনি বলেন, ফায়ার সার্ভিস সম্পর্কে আমার তেমন ধারনা নেই। চৌগাছায় ফায়ার সার্ভিস স্টেশন উদ্ধোধনের প্রায় ছয় মাস অতিবাহিত হইলেও আমাকে তেমন ভাবে কিছুই জানানো হয়নি। তিনি আরোও বলেন, ফারায় সার্ভিস সম্পর্কে, ফায়ার সার্ভিসের কাজ সম্পর্কে জনগনকে জানতে হবে। জনগণকে বুঝাতে হবে ফায়ার ফাইটাররা জনগণের বন্ধু। ইউনিয়ন পর্যায়ের বেশির ভাগ মানুষ উপজেলায় আপনাদের উপস্থিতি অজানা। আগামী দিনে উপজেলার সকল স্তরের মানুষের সাথে সুসম্পর্ক ও বিপদে আপনাদের উপস্থিতি জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিবেন বলে আশা রাখি।
এসময় আরো উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, স্টেশন লিডার মখলেচুর রহমান ও নুর হাসানসহ গণমাধ্যমকর্মী ও ফায়ার ফাইটরগণ উপস্থিত ছিলেন।

