ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ৩ দিন পর বাক প্রতিবন্ধী ও মৃগী রোগী আল আমিন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ঝোপঝাড়ওয়ালা একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত আল আমিন ওই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের চংপলাশিয়া গ্রামের শাহজাহানের পুত্র।
জানা যায়, প্রায়ই আল আমিনকে পাওয়া যেতো না। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে তাকে হঠাৎ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি থানায় অবগত না করে অভিভাবক নিজে নিজে অনেক খোঁজাখুঁজি করেছে। আজ বৃহস্পতিবার প্রতিবেশী আব্দুস সাত্তারের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
পরে সংবাদ পেয়ে ওসি তদন্ত আব্দুল মোতালিব চৌধুরী ও এসআই জাহিদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশ উদ্ধার করেন।
জাগো/আরএইচএম

