যশোরে বিশ্বের নামিদামি গাড়ি নিয়ে ইউরোপীয় পর্যটকদল

আরো পড়ুন

 

প্রায় শত বছরের পুরানো নামিদামি মডেলের ২০টি গাড়ি নিয়ে ৪৩ জনের বিদেশি একটি পর্যটকদল বাংলাদেশে আসেন। বৃহস্পতিবার দুপুরে তারা যশোরে এসে পৌঁছান। রাত্রী যাপন শেষে শুক্রবার সকালে তারা বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে।

দি জার্নি ওয়ালেট বাংলাদেশের পর্যটনকে বিকশিত ও বহির্বিশ্বে তুলে ধরতে প্রথমবারের মতো আন্তঃদেশীয় গাড়ির এই শোভাযাত্রা প্রদর্শনীর আয়োজন করে। ইউরোপ মহাদেশর ৭টি দেশ আমেরিকা, সুইজারল্যান্ড, জাপান, নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং ফ্রান্সের নাগরিকরা ঐতিহাসিক ভ্রমণে অংশ নিচ্ছেন। শত বছরের পুরনো মডেলের গাড়ি ভ্রমণ পিপাসু পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে ইন্ডিয়া হয়ে তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেন।

প্রতিবছর তারা এই অ্যাডভেঞ্চার আনন্দ শোভাযাত্রা করে থাকে। ভ্রমণকারীরা নিজ দেশের পতাকা নেড়ে তাদের আগমনের কথা বাংলাদেশকে জানান দেয়। এ সময় বাহারি রঙ আর ডিজাইনের এসব গাড়িতে থাকা ভ্রমণকারীদের স্বাগত জানান স্থানীয় উৎসুক জনতা।

বাংলাদেশের পরিবেশ, আতিথিয়তায় তারা মুগ্ধ বলে জানান।

গত ২০ অক্টোবর থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ইস্ট ইন্ডিয়া হিমালয় ভিনটেজ কার র‌্যালিতে অংশ নেওয়া দলটি এ বছর বাংলাদেশসহ তিনটি দেশ ভ্রমণ করবে। ২৪ দিনের ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে র‌্যালিটি ১২ নভেম্বর কলকাতায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। দি জার্নি ওয়ালেটের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানান, অংশগ্রহণকারীরা নিজেরা পরিকল্পনা করেছে বাংলাদেশের কোথায় কোন পথে যাবে। এদের অনেক গাড়ি ৮০-১০০ বছরের পুরানো।

তারা বাংলাদেশের প্রকৃতি ও সৌন্দর্য দেখে অভিভূত। শুক্রবার বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করবে। গত ৬ নভেম্বর রোববার সকালে পর্যটক দলটি সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ইউরোপ-আমেরিকার ২০টি ক্ল্যাসিক্যাল গাড়ি নিয়ে কার্ণেল সুবিধার আওতায় ৪৩ জনের একটি দল বাংলাদেশে প্রবেশ করে।

দলটি ৬ দিন বাংলাদেশের মাটিতে ভ্রমণ করে ১১ নভেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ছাড়বে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ