মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে ১১ রোহিঙ্গাসহ গ্রেফতার দালাল চক্রের ৪ সদস্য

আরো পড়ুন

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফে ১১ রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মহেষখালীয়াপাড়া এলাকার একটি ঘর থেকে তাঁদের উদ্ধার করা হয়।

গ্রেফতার দালাল চক্রের সদস্যদের মধ্যে একজন বাংলাদেশি ও তিনজন রোহিঙ্গা রয়েছেন।

তাঁরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিলের রবিউল আলম (২০), উখিয়ার বালুখালীর জামতলী ১৫ নম্বর আশ্রয়শিবিরে আবদুর রশিদ (৩৬), উখিয়ার কুতুপালং বালুমাঠ আশ্রয়শিবিরের আইয়ুব (২৬) ও উখিয়ার শফিউল্লাহকাটা আশ্রয়শিবিরে আমির হোসেন (৩৪)।

১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের পরিদর্শক রাজু আহমেদ বলেন, নয়াপাড়া আশ্রয়শিবিরের ২ জন ও কুতুপালং বালুখালীর ৯ জন রোহিঙ্গা শরণার্থীকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের মহেষখালীয়াপাড়ায় জড়ো করেন চক্রের সদস্যরা। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে আজ ভোররাতে মহেষখালীয়াপাড়া এলাকার একটি ঘর থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, মামলার পর গ্রেফতার ব্যক্তিদের আজ দুপুরের পর কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। তাঁদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ