বাজেট কমলে কমানো হবে ইভিএমের ব্যবহার: ইসি

আরো পড়ুন

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে ইসি জানিয়েছিল দেড়শ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের কথা। কিন্তু এরমধ্যেই পরিস্থিতির বিবেচনায় নির্বাচন কমিশনার আলমগীর জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ইভিএমের প্রকল্প পাস না হলে দেড়শ আসনে ইভিএমে ভোটগ্রহণ সম্ভব হবে না।

বুধবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

কমিশনার আলমগীর বলেন, বাজেট কমে গেলে কমানো হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ইভিএমে ভোটগ্রহণের আসন সংখ্যা।

ইসি বলেন, পরিকল্পনা কমিশনের বাজেট বরাদ্দের ওপর নির্ভর করে আগামী সংসদ নির্বাচনের ব্যয়নীতি গ্রহণ করবে কমিশন। তবে যৌক্তিকভাবে পরিকল্পনা কমিশনে ইভিএমের জন্য বাজেট তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ