কমেছে আয়, মেটার ১১ হাজার কর্মী হারালেন চাকরি

আরো পড়ুন

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা ১১ হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছে। আয় কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এক ব্লগ পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ আমি মেটার ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তনটি এনেছি। আমি আমাদের দলের আকার প্রায় ১৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ১১ হাজারের বেশি প্রতিভাবান কর্মীকে প্রতিষ্ঠান ছাড়তে হচ্ছে।

ব্লগ পোস্টে তিনি বলেন, এছাড়াও আমরা ছোট কিন্তু দক্ষ কোম্পানি হওয়ার জন্য আরো কয়েকটি পদক্ষেপ নিতে যাচ্ছি।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এবার বড় ধরনের ছাটাইয়ের শিকার হলো কর্মীরা। সম্প্রতি ফেসবুকের ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় প্রতিষ্ঠানটিকে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আসন্ন অর্থনৈতিক মন্দায় বিজ্ঞাপন থেকে আয় আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে।

জুকারবার্গ বলেন, এটি একটি বেদনাদায়ক মুহূর্ত। তবে আমাদের হাতে অন্য কোনো উপায় নেই।

সম্প্রতি আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও ব্যয় সংকোচন করতে কর্মী ছাটাই করেছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ