বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ

আরো পড়ুন

বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে আজ মঙ্গলবার। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে। বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল গত ১৬ মে। সে হিসাবে এটি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

আগামী প্রায় আড়াই বছরের মধ্যে এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এর পরের চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ১৪ মার্চে। ওই দিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এরপর ওই বছরের ৭ সেপ্টেম্বর আরো একটি চন্দ্রগ্রহণ দেখা যাবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ