আট অতিরিক্ত সচিবের দফতর বদল

আরো পড়ুন

অতিরিক্ত সচিব পদমর্যাদার আট কর্মকর্তার দফতর বদল করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা প্রজ্ঞাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিএ সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাফিজুর রহমানকে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের পরিচালক ফারুক আহমেদকে পরিসংখ্যন ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত আশরাফুল ইসলামকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, পরিকল্পনা বিভাগে সংযুক্ত ফয়জুল ইসলামকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খায়রুল আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, পানিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম রেজাউল মোস্তফা কামালকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং উপজেলা পর্যায়ে ৩২৯টি টিএসসি স্থাপন শীর্ষ প্রকল্পের পরিচালক ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরীকে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ