দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার। শনিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা ও ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বেশ কয়েকটি দেশে শুভেচ্ছা সফরের অংশ হিসেবে তিনি ঢাকায় আসেন। এ সময় তিনি পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
মানবাধিকার পরিস্থিতির অবনতির কারণে র্যাবের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে এই মার্কিন উপসহকারী মন্ত্রীর সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে দুদেশ।

