আধুনিক খেলায় মানুষের আগ্রহ থাকলেও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হাডুডু বা কাবাডি খেলা মানুষ ভোলেনি। গ্রামের এই খেলায় হাজারো দর্শকের সমাগম সেটাই প্রমান করে।
হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে যশোরের ঝিকরগাছায় হাড়িয়াদেয়াড়া গ্রামবাসীর উদ্যোগে ১৬ দলীয় হা ডু ডু বা কাবাডি টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়।
শুক্রবার (৪ নভেম্বর) বিকালে মরহুম বীর মুক্তিযোদ্ধা ডা. আজিজুর রহমানের স্মরণে মদনপুর গ্রাম একাদশ এবং লক্ষীপুর গ্রাম একাদশের মাঝে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ৬:০ সেটে বিজয়ী হিসেবে চ্যাম্পিয়ন হয় মদনপুর গ্রাম একাদশ। চাম্পিয়নদের গরু এবং রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে ছাগল দেয়া হয়।
খেলা দেখতে দুপুর থেকেই মানুষের সমাগম ঘটতে থাকে। হাজারো মানুষের চাপ সামাল দিতে হিমশিম খায় কতৃপক্ষ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান মুসা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, সাবেক প্রচার সম্পাদক মোর্তজা ইসলাম বাবু।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিউর রহমান শফি, উপজেলা যুবলীগ সদস্য আব্দুল বারিক, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মাহবুর রহমান বরি, শ্রমিকনেতা রাসেল আল মামুন স্বপন প্রমূখ। সভাপতিত্ব করেন আবু বাক্কার। সার্বিক সহযোগীতায় ছিলেন ইউপি সদস্য মো. ইদ্রিস গাজী।
উল্লেখ্য খেলা শুরুর আগে প্রধান অতিথি সংসদ সদস্য হাড়িয়াদেয়াড়া-শ্রীরামপুর পাঁকা রাস্তার কাজের উদ্বোধন করেন।
জাগো/আরএইচএম

