যশোরে ৩৫০ হাত লম্বা ব্রাজিলের পতাকা উড়ালো ভক্ত-সমর্থকরা

আরো পড়ুন

কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হতে এখনো প্রায় পনের দিন বাকি। বিশ্বকাপে নেই বাংলাদেশ। থাকার সম্ভাবনাও নেই কখনও। তবে নিজের দেশ নেই বলে তো আর বিশ্বকাপ নিয়ে মেতে উঠতে বাধা নেই! ঐতিহ্যগতভাবে বাংলাদেশিরা ফুটবল পাগল জাতি।

বিশ্বকাপ উৎসবের অনুসঙ্গ হলো প্রিয়দলের জার্সি পরা এবং পতাকা উড়ানো। এরই ধারাবাহিকতায় ৩৫০ হাত লম্বা পতাকা প্রদর্শন করেছেন যশোরের কেশবপুরের ব্রাজিলের ভক্ত-সমর্থকরা।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে কেশবপুর উপজেলার জাহানপুরে স্থানীয় বাজার সংলগ্ন সড়কে এই পতাকা উড়িয়েছে স্থানীয় যুবকেরা। এ সময় তাদেরকে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলছেন, উপজেলার জাহানপুর গ্রামের ব্রাজিল ফ্যানস ক্লাবের সদস্য রিপন দাস, কিশোরী দাস, নয়ন দাস, মোহন দাস, সনাতন দাস, বিজয় দাস, সনজিৎ দাসসহ স্থানীয় একাধিক ব্রাজিল ভক্ত-সমর্থকরা ৩৫০ হাত লম্বা এই পতাকাটি বানিয়েছেন।

এ ব্যাপারে ব্রাজিলের সমর্থক নয়ন দাস বলেন, সামনে ফুটবল বিশ্বকাপ। ব্রাজিল দলের প্রতি ভালোবাসা থেকেই তৈরি করা হয়েছে এ পতাকা।

কিশোরী দাস বলেন, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকে ব্রাজিল দলের ভক্ত। তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ