সৈয়দপুরে ইয়াবাসহ আটক আ’লীগ নেতা

আরো পড়ুন

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলন ও তার সহযোগীকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) তাদের আটক করে।

আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এছাড়াও তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সহযোগী একই ইউনিয়নের বহেরহাটা গ্রামের আলহাজ আবু হোসেনের ছেলে মুচা মিয়া বলে জানা গেছে।

বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, আটক আব্দুর রাজ্জাকসহ তার সহযোগীর ৮টা ১০ মিনিটে ইউএসবাংলা এয়ারলাইন্সে ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেয়ার সময় তাদের শরীর তল্লাশী করা হয়। এ সময় আব্দুর রাজ্জাকের শার্টের পকেটে ১৫টি ইয়াবা পাওয়া যায়।

এপিবিএন, বিমানবন্দর ইউনিটের ইনচার্জ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চিলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু মোবাইলফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান রাজ্জাক একজন ভালো মানুষ। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। দু‘বারের নির্বাচিত চেয়ারম্যান তিনি।

সৈয়দপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আটকের খবর শুনেছি। এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ