ডিসেম্বরে মেট্রোরেল চালু করতে সাপ্তাহিক ছুটি কমানো হচ্ছে

আরো পড়ুন

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম উড়াল মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু করতে প্রকল্প সংশ্লিষ্ট কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সাপ্তাহিক ছুটি একদিন কমানোর ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেটের কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আবদুর রউফের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল চালুর পরিকল্পনা সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার ডিএমটিসিএল এবং এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অফিস খোলা রাখা প্রয়োজন।

এ অবস্থায়, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চালুর পরিকল্পনা বাস্তবায়ন সংশ্লিষ্ট কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আগামী ৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার ডিএমটিসিএল এবং এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অফিস খোলা থাকবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ