গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

আরো পড়ুন

ঢাকার ধামরাই উপজেলায় গরু চুরির মামলায় ছাত্রলীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওই মামলার তদন্ত কর্মকর্তা ও ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নেত্রীর নাম বাবলী আক্তার। তিনি ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক। বাবলী সাভার পৌরসভার নয়াবাড়ি এলাকার বাসিন্দা।

ধামরাই থানা-পুলিশ জানায়, সম্প্রতি ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে কয়েকটি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় একাধিক মামলা হয়েছে। এসব ঘটনায় দুই ব্যক্তিকে আটকের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বাবলী আক্তারের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে ভোরে অভিযান চালিয়ে সাভার নয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, মামলায় তদন্ত করতে গিয়ে দেখা যায়, গরু চুরির ঘটনাগুলোতে বাবলী আক্তার নামের ওই তরুণীর সম্পৃক্ততা আছে। গরুগুলো তার হেফাজতে রেখে বিক্রি করা হতো বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারকে গ্রেফতারের বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ