যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী শাহারুল ইসলাম ৯৬৯৯ ভোট পেয়ে দ্বিতীয়বারে মতো জয়ী হয়েছেন।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের শহীদুজ্জামান শহীদ পেয়েছেন ৫০৮৪ ভোট। অপরদিকে চশমা প্রতীকের আসাদুজ্জামান খোকন ৩০১৮ ভোট পেয়েছেন।
এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকে ভোটকেন্দ্র গুলোতে দেখা গেছে ভোটারদের উপচে পড়া ভিড়। তবে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো।
নির্বাচনে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের ৪ টি স্ট্রাইকিং ফোর্স, ৫ টি মোবাইল টিম, ৪টি চেকপোস্ট, বিজিবির ১ প্লাটুন সদস্য, র্যাবের ২ টি মোবাইল টিম নিয়োজিত ছিলো। এছাড়া ১৬ টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ১০ জন পুলিশ ও ৬ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করেছেন।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, চলতি বছরের পহেলা জানুয়ারি নির্বাচনে জেলা আওয়ামী লীগের সদস্য মীর আরশাদ আলী রহমান দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ৫ মাসের মাথায় গত ১৩ জুন তিনি মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে পরবর্তীতে শুধু চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করে।
তিনি আরো বলেন, শান্তিপূণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

