নেশা করতে বাধা দেয়ায় গলাকেটে হত্যা

আরো পড়ুন

টাঙ্গাইলের নাগরপুরে নেশায় বাধা দেয়ায় সুলতান হোসেন স্বপন (৫৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় আজমির হোসেন (২৫) নামে আরো একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) রাতে নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের ঘুনি সিংজোড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সুলতান হোসেন স্বপন উপজেলার গয়হাটা ইউনিয়নের শ্যামপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানান, স্থানীয় একটি বিদ্যালয়ে সন্ধ্যায় রানা, আলি, সোলাইমান ও আনোয়ারসহ কয়েকজন গাঁজা সেবন করছিল। বিষয়টি স্বপন তাদের আভিভাবকদের জানায়। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় আজমির বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের দুই জনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত বলে ঘোষণা করে। আজমেরিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ