যশোরের চৌগাছায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
শনিবার সকালে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি ড. এম মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, কমিউনিটি পুলিশ কমিটির সাধারণ সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী ও ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান, আনিচুর রহমান, ফাতেমা খাতুন ও বলয় চন্দ্র পালসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য পর্যায়ে কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

